এক নজরে দূর্গাপুর
শীতলক্ষ্যা তীরে গড়ে উঠা কাপাসিয়া উপজেলার একটি ঐতিহ্যবাহী এলাকার নাম দূর্গাপুর ইউনিয়ন কাল পরিক্রমায় আজ দুর্গাপুর ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
ক) নাম – ১১ নংদর্গাপুর ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন –৮৮০৫ (বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা – ৩৬২৮৮ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)
ঘ) গ্রামের সংখ্যা – ৩২ টি।
ঙ) মৌজার সংখ্যা – ৩২ টি।
চ) হাট/বাজার সংখ্যা -৭ টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা/বাস।
জ) শিক্ষার হার – ৮৮%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
ঝ) সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১৭টি,
ঙ) বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০২টি,
ট)উচ্চ বিদ্যালয় -১ টি মাধ্যমিক বিদ্যালয়ঃ ৬টি,
ঠ) ফাজিল মাদ্রাসা- ২টি। অলিম মাদাসা-২টি
ড)দাখির মাদ্রাসা-৭ টি কিন্টার গার্ডেন-৬টি
ঢ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২ টি।